ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের ৩৪ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে জাতীয়তাবাদী কৃষকদলের সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইবরাহীম-কে আহবায়ক এবং কৃষকদলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু-কে সদস্যসচিব করা হয়েছে।
নবগঠিত এই বাস্তবায়ন কমিটি উপস্থাপন করেন কৃষকদলের বিপ্লবী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, তাঁরা দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।