বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পঠিত হয়েছে
বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। কিডনি বিকল হয়ে শনিবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো যায়নি।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অশোক পণ্ডিত এক্স (আগের টুইটার)-এ লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকলের কারণে কয়েক ঘণ্টা আগে প্রয়াত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্ডাস্ট্রির জন্য এটি এক বিরাট ক্ষতি। ওম শান্তি।

সতীশ শাহের অভিনয়জীবন শুরু হয় ১৯৭০-এর দশকের শেষ দিকে। তিনি প্রথম অভিনয় করেন ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ (১৯৭৮) এবং ‘গমন’ (১৯৭৯) ছবিতে ছোট চরিত্রে।

পরে টেলিভিশন জগতে নাম লেখান সতীশ শাহ। বিশেষ করে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘ফিল্মি চক্কর’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।

২০০০ সালের দিকে তিনি আবারও জনপ্রিয়তার শিখরে পৌঁছান ‘সারাভাই বনাম সারাভাই’ সিটকমের মাধ্যমে। সেখানে তার চরিত্র ইন্দ্রবদন সারাভাই হাস্যরস ও সংলাপের জন্য আজও দর্শকদের প্রিয়।

বড় পর্দায়ও তিনি ছিলেন সমান সফল। শাহরুখ খান অভিনীত ‘কাভি হ্যাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’ এবং আমির খান অভিনীত ‘ফানাহ’ ও ‘আকেলে হাম আকেলে তুম’ সহ বহু হিট ছবিতে দেখা গেছে তাকে।

চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই সমানভাবে প্রিয় এই অভিনেতার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোক।

সূত্র : এনডিটিভি

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর