বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

এবার মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে হলান্ড

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত হয়েছে
আর্লিং হলান্ড ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

যেন মানুষ নন, গোল করার জন্যই জন্মেছেন—আর্লিং হলান্ডকে দেখলে এমনটাই মনে হওয়াটা অস্বাভাবিক নয়। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গোল করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ জয়ে ম্যাচের প্রথম গোলটা আসে তার পা থেকেই—আর তাতেই ইতিহাসের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন তিনি।

এই এক গোলেই হালান্ডের নামের পাশে যুক্ত হলো বিস্ময়কর এক পরিসংখ্যান—টানা ১২ ম্যাচে গোল (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে)। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১১ ম্যাচে ১৫টি। পরিসংখ্যান নয়, এটি এক অবিশ্বাস্য ধারাবাহিকতা, যা ইউরোপের মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হচ্ছে, হলান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে মাত্র ৫১ ম্যাচে ৫৩ গোল করেছেন! ইতিহাসে মাত্র আটজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি গোল করেছেন এই প্রতিযোগিতায়। তবে বয়সের বিচারে তিনি এমন এক কীর্তির পথে, যা এক সময় কেবল লিওনেল মেসির নামেই মানাতো।

২৬ বছর হওয়ার আগ পর্যন্ত মেসির গোল ছিল ৫৯টি। আর হলান্ডের বয়স এখনো ২৬ হয়নি—আগামী গ্রীষ্মেই কেবল সেই মাইলফলকে পৌঁছাবেন। অর্থাৎ, পুরো ২০২৫/২৬ মৌসুমটাই সামনে রয়েছে এই নরওয়েজিয়ান দানবের জন্য।

মেসির সেই রেকর্ড ভাঙা কি এখন কেবল সময়ের অপেক্ষা? হলান্ডের গোল তৃষ্ণা, ধারাবাহিকতা আর পেপ গার্দিওলার নিখুঁত যন্ত্রে তার অবস্থান—সব মিলিয়ে উত্তরটা প্রায় নিশ্চিত।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর