রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

সল্ট-ব্রুকের তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পঠিত হয়েছে
সল্টের সঙ্গে জুটি বেঁধে বেধড়ক পিটুনি চালিয়েছেন ব্রুক। ‍ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ফিল সল্ট এবং হ্যারি ব্রুকের তাণ্ডবে ২৩৬ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ১৭১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর ইংল্যান্ড এখন সিরিজে এগিয়ে ১-০ ব্যবধানে।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৮ রানেই হারায় ২ উইকেট। এরপর টিম সেইফার্ট চারে নামা মার্ক চ্যাপম্যানকে নিয়ে জুটি গড়ে শুরুর চাপ সামলান। এই দুই ব্যাটারের ৫৯ রানের জুটি কিউইদের জয়ের সম্ভাবনা দেখায়। তবে চ্যাপম্যান ২৮ রান আর সেইফার্ট ৩৯ রান করে পরপর দুই ওভারে আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

সেইফার্টকে ফেরানো আদিল রশিদ পরে ওভারে তুলে নেন মাইকেল ব্রেসওয়েল, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারের উইকেটও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ১৩তম দল, যাদের ১০ ব্যাটসম্যানই ক্যাচ দিয়ে আউট হয়েছে।

এর আগে, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। ৪ রান করে বাটলার সাজঘরে ফিরলেও সল্টের তাণ্ডব চলছিলই। প্রথম ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৬৮ রান তোলে ইংল্যান্ড।

চার নম্বরে নামেন দলীয় অধিনায়ক হ্যারি ব্রুক। সল্টের সাথে জুটি বেঁধে বেধড়ক পিটুনি চালিয়েছেন ব্রুক। দুজনের যুগলবন্দীতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছে ইংল্যান্ডের ইনিংস। দুজনই ছুঁয়েছেন ফিফটি। শেষ দিকে টম ব্যান্টন এবং স্যাম কারানের ব্যাটে ভর করে ২০০ রান পার করে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর