বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত হয়েছে
এই ম্যাচে ব্যার্থ কোহলি। ছবি : সংগৃহীত

পার্থের আকাশে বৃষ্টি, মেঘ আর আলো–ছায়ার লড়াইয়ের মধ্যেও যেন নিজের পুরোনো ছন্দটা খুঁজে পেল অস্ট্রেলিয়া। রোববার বৃষ্টিবিঘ্নিত ২৬ ওভারের ওয়ানডেতে ভারতকে সাত উইকেটে হারিয়ে সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গেল মিচেল মার্শের দল।

 

ভারতের জন্য দিনটা শুরু থেকেই কঠিন হয়ে দাঁড়ায়। নতুন বলে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের আগুনে স্পেলে ছন্নছাড়া হয়ে পড়ে টপ অর্ডার। ফিরে আসা রোহিত শর্মা করেন মাত্র ৮ রান, আর বিরাট কোহলি ফেরেন শূন্য হাতে। শুভমান গিলের অধিনায়কত্ব অভিষেকও সুখকর হয়নি—তিনি আউট ১০ রানে।

১৩৬ রানে থামে ভারতের ইনিংস, তাও একাধিক বৃষ্টির বিঘ্নে তালগোল পাকানো অবস্থায়। হ্যাজলউডের ৭ ওভারে ২ উইকেট ও ৩৫টি ডট বলের নিখুঁত বোলিং যেন ম্যাচের গতিপথ আগেভাগেই নির্ধারণ করে দেয়।

কেএল রাহুল (৩৮) ও অক্ষর প্যাটেল (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও স্কোরবোর্ডে জৌলুস আনতে পারেননি কেউ। শেষ দিকে অভিষিক্ত নীতিশ রেড্ডির ঝলকও কেবল সাময়িক সান্ত্বনা।

জবাবে, ধীরস্থির শুরু করেও আত্মবিশ্বাস হারাননি অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে আর্শদীপ সিংয়ের ওপর ছক্কা হাঁকিয়ে নিজের মেজাজটা জানান দেন, তারপর ঠান্ডা মাথায় খেলে দলকে জয় এনে দেন অপরাজিত ৪৬ রানে। জশ ফিলিপের দ্রুতগতির ৩৭ রান ও ম্যাট রেনশয়ের ২১ রানের ইনিংস জয়কে সহজ করে তোলে।

ডিএলএস পদ্ধতিতে ১৩১ রানের লক্ষ্য ২২তম ওভারেই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া—পার্থের ভেজা মাঠে তাদের জয়টা ছিল একেবারে অনায়াস।

 

ভারতের জন্য এই ম্যাচ ছিল এক কঠিন জাগরণ। বড় তারকারা ফিরলেও ফর্ম ফিরছে না—বিশেষত কোহলির শূন্য রানের ইনিংস যেন স্মরণ করিয়ে দিল, নাম নয়, এই পর্যায়ে টিকে থাকতে লাগে ছন্দ ও দৃঢ়তা।

ভারত ১৩৬/৯ (২৬ ওভার)

 

অস্ট্রেলিয়া ১৩১/৩ (২২ ওভার, ডিএলএস)

 

অস্ট্রেলিয়া জয়ী ৭ উইকেটে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর