আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি – ডা. ফিরোজ্জামান
জামিল আহম্মেদ, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: আমি সাধারণ ফিরোজ্জামান থেকে ডাক্তার ফিরোজ্জামান হয়েছি। আজ অহংকার করে বলতে পারি আমি সমাজের বুকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। আজ আমার বাড়ি- গাড়ি, ধন- সম্পত্তি সবই আছে। কিন্তু আমি সাধারণ ফিরোজ্জামান থেকে ডাক্তার ফিরোজ্জামান একদিনে হয়ে উঠিনি। এর পিছনে বাবা মা ও শিক্ষকদের অবদান অপূরণীয় ও অতুলণীয়। তবে আমি আমার বাবা- মা ও শিক্ষদের জন্য আমি আমার সার্ধ্যমত কিছু করার চেষ্টা করেছি এবং ভবির্ষ্যতেও করে যাবো। কিন্তু আমি এখনো ভুলিনি আমার শৈশবের সেই স্মৃতিগুলো। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫ টি বছর ছিলো হাইস্কুল জীবন। ১৯৯১ সালে স্কলারশিপে থানা পর্যায়ে আমিই এই স্কুল থেকে প্রথম হয়েছিলাম। আমি পত্নীতলা উপজেলার খিরসীন এস কে উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে স্টার নিয়ে এসএসসি পাশ করি। স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে আমি আমি স্কুল কে কিছু দিতে পারিনি। আজ সুযোগ হয়েছে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু করার। ২০১৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য হবার সুযোগ হয় আমার। ২০২০ সালের পহেলা ডিসেম্বর এলাকাবাসী আমাকে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব অর্পন করেন। আমি সভাপতি হবার পূর্বে অনিয়ম ও দূর্ণীতিতে ছেঁয়ে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। আমার উপর এলাকাবাসীর দেওয়া গুরু দায়িত্ব পালনে আমি আমার নিজেস্ব অর্থায়নে স্কুল ম্যানেজমেন্ট এ্যাপস্ ও একটি লাপটপ দিয়েছি ও ওয়াইয়াই সংযোগ দিয়েছি। শিক্ষা সফর ও বার্ষিক অনুষ্ঠানে ৮০ হাজার টাকা দিয়েছি , এসএসসি তে যে সকল শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে তাদের কে স্বর্ণের রিং দিয়েছি এবং আগামীতেও দিবো যাহাতে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহ পায়। আমি আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের স্কুল বেতন ও সেশন ফি মওকুফ করেছি। আমি সকলের কাছে দোয়া চাই আগামীতে আমি যেন নিজেস্ব অর্থায়নে স্কুলের একটি বিল্ডিং, শহীদ মিনারসহ প্রতিষ্ঠানের জন্য মোটা অংকের কিছু অর্থ রেখে যেতে চাই। সর্বশেষ গত ০৫-০৮-২০২৩ সালে ৫ টি ৪র্থ শ্রেণী কর্মচারী পদে বিনা টাকায় মেধা অনুযায়ী নিয়োগ নিয়েছি। আমি আমার প্রতিষ্ঠান থেকে কিছু নিতে আসিনি বরং স্বার্ধ্য অনুযায়ী দিতে এসেছি।
এবিষয়ে সূধী সমাজ ও এলাকাবাসী বলেন, ডাক্তার ফিরোজ্জামান সোনার চামচ মূখে নিয়ে জন্মেছে। তার বাবা অডেল সম্পত্তির মালিক। এবার আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এলাকার সনামধন্য প্রতিষ্টানটি কে রক্ষা করার জন্য ডাক্তার ফিরোজ্জামান কে সভাপতি বানিয়েছি। তিনি আমাদের সন্মান রেখেছে। তবে কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভিন্ন ঘড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা জানি ও মানি সত্যের পথে থাকলে বিজয় সুনিশ্চিত।
জামিল আহম্মেদ
পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: