রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ত্রিমোহনী এলাকায় বেশ কিছুদিন ধরে স্থানীয় কিছু চাঁদাবাজদের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকার নিরীহ ব্যবসায়ীরা, স্থানীয় সূত্রে জানা যায় যে ত্রিমোহনী এলাকায় মমেন গং এর নেতৃত্বে একদল চাঁদাবাজ স্থানীয় বালু ব্যবসায়ী সততা ডেজিং প্রকল্প এর স্বত্বাধিকারী রিপন মিয়ার কাছে দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়াই মুমিনগং এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা বালুভরা প্রকল্পের কাজ বন্ধ করে দেয় প্রাণনাশের হুমকি দিয়ে, যে পাইপলাইন দিয়ে বালু ভরাট করে সেই পাইপ লাইন গুলি ভেঙ্গে দেয় পরবর্তীতে আবার প্রকল্পের মালিক রিপন মিয়া কয়েক লক্ষ টাকা খরচ করে ভাঙ্গা পাইপের কাজ মেরামত করে ঐদিন আবার সন্ত্রাসিরা সপন আহমেদ পিতা মোঃ রিয়াজ উদ্দিন মাতা সেতারা বেগম কে বাড়ি থেকে তুলে নিয়ে মারধ র একপর্যায়ে আবারো পাইপ ভেঙে দেয় আহত স্বপন মিয়া ৯ /৫/ ২০২৩ তারিখ খিলগাঁও থানা একটি সাধারণ ডায়েরি করে ডাইরি নং ৬৯৭ ভুক্তভোগী সপন আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে বিবাদী মোমেন ৩৯ মাসুম ৪৩ মার্শাল ৩৪ সর্ব পিতা ইদ্রিস মাতব্বর বাপ্পি ৩২ পিতা আমানুল্লাহ সর্ব ঠিকানা ত্রিমোহনী স্কুল বাড়ি, ত্রিমোহনি, খিলগাঁও, ঢাকা, গত৮/৫/২০২৩ ইং তারিখ আনুমানিক বিকাল ৩ ঘটিকায় সময় খিলগাঁও থানা দিন উল্লেখিত ঠিকানা থেকে আমাকে ডাক দিয়ে জোরভিটা নিয়ে গিয়ে উপরোক্ত বিবাদী গনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে আমার হাতে দা দিয়ে বলে ডেজার পাইপ কোপ দিতে বলে আমি দিতে অস্বীকার করিলে বিবাদীগণ আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে সরিরের বিভিন্ন স্থান সাধারণ নীলাফোলা জখম করে ভবিষ্যতে আমাকে এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করিতে মর্মে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন। এরপর থেকে এলাকাবাসীর ভিতর আতঙ্ক বিরাজ করছে।