রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন লিটন দাস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
লিটন দাস। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনাল নিশ্চিত হতো টাইগারদের। এমন সহজ সুযোগ পাওয়ারও কাজে লাগাতে না পারায় হতাশ ক্রিকেট, সমর্থকরা। ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে এবার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস। নিজের করা সেই পোস্টে লিটন জানান, দল হিসেবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ।

ফাইনাল খেলার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না তাদেরও। তবে সেটি করতে না পারায় আবেগী সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ অধিনায়ক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লিটন লেখেন, এশিয়া কাপে আমরা দল হিসেবে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছে শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অগণিত আবেগী সমর্থকদের আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রকাশ করছি। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারার বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলা না পারাটা ছিল আমার জন্য দারুণ কষ্টের। একই চোটের কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না। বিষয়টা আমাকে অনেক দিন কষ্ট দেবে। আমি সারিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিটন সেই স্ট্যাটাসে আরও লেখেন, সবশেষে পুরো টুর্নামেন্টজুড়ে আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান। আমাদের পাশে রয়েছে পৃথিবীর সেরা সমর্থকরা। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আপনাদের প্রাপ্য ভালো কিছু ফিরিয়ে দিতে পারব সেই আশা রাখি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর