রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

জন্মদিনে কার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রণবীর?

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে

গত রোববার (২৮ সেপ্টেম্বর) রণবীর কাপুরের জন্মদিনে যেন হইচই পড়ে গেল বলিপাড়ায়। ৪৩-এ পা দেওয়া এই তারকা উপচে পড়া ভালোবাসা আর দামি উপহারে ভরে উঠলেন দিনভর। কিন্তু সবকিছুর মাঝে সবার নজর কেড়ে নিল এক বিশেষ উপহার ৪৩টি চুমু। হ্যাঁ, ঠিকই পড়ছেন প্রতিটি বছর বয়সের জন্য এক একটি চুম্বন। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে কে সেই সৌভাগ্যবতী, যিনি রণবীরকে দিলেন এই অভিনব জন্মদিনের উপহার? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার দুর্দান্ত এক সময় কাটিয়েছেন তিনি। এ বিষয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) রণবীর বলেন, ‘আমি জন্মদিনে মা, আলিয়া ও রাহার সঙ্গে ছিলাম। এর চেয়ে ভাল কি-ই বা চাইতে পারতাম জন্মদিনে!’ স্ত্রী আলিয়ার একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, বাবার জন্য কেক সাজাচ্ছে মেয়ে। অভিনেতা আরও বলেন, ‘রাহা বলেছিল আমাকে ৪৩টা চুমু দেবে। সেটাই করেছে। সঙ্গে হাতে লেখা চিঠি।’ তিন বছর বয়স হতে চলল রাহার। বাবাকে চিঠিতে সে লেখে, ‘তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।’ রাহা ছোটবেলা থেকেই বাবার ভক্ত।

জন্মদিনে কার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রণবীর?

                                                                   রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

যতবারই তার ছবি প্রকাশ্যে এসেছে, কখনও বাবার সঙ্গে খেলতে, কখনও আবার বাবার কোলে বসে আদর খেতে দেখা গিয়েছে তাকে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর