রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

সাকিবকে নিয়ে ডিবি কার্যালয়ে যা বলা হয়েছিল মেঘনা আলমকে

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
সাকিবকে নিয়ে ডিবি কার্যালয়ে যা বলা হয়েছিল মেঘনা আলমকে। ছবি : সংগৃহীত

মিস আর্থ ২০২০ মেঘনা আলম সম্প্রতি ফেসবুকে এক বিস্ময়কর তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) তার দুই দিনের জিজ্ঞাসাবাদের সময় বলেছিল, ‘বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ড করছে একমাত্র সাকিব আল হাসান।’ মেঘনা জানান, ডিবি তাকে জিজ্ঞাসা করেছিল, মিস বাংলাদেশ অর্গানাইজেশন কী কাজ করে এবং কেন সরকারি সংস্থা, ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম ও বিভিন্ন দেশের অ্যামবেসিগুলোর সঙ্গে যোগাযোগ রাখে।

মেঘনা তার উত্তরে বলেছিলেন, ছোটবেলা থেকেই বিদেশ ভ্রমণ ও বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে তিনি বুঝেছেন, বিশ্ববাসী প্রায়ই বাংলাদেশকে দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ ও পিছিয়ে পড়া দেশ হিসেবে দেখে। তিনি আরও জানান, তার লক্ষ্য হলো বাংলাদেশকে একটি নতুন পরিচয়ে বিশ্বের সামনে উপস্থাপন করা ‘পজেটিভ রি-ব্র্যান্ডিং’ করা, সিমপ্যাথি চাইতে নয় বরং সমান মর্যাদার দেশ হিসেবে দাঁড় করানো। মেঘনা পরিচালনা করছেন ‘অলটার-ডিপ্লোম্যাসি’ নামে এসডিজি-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম। কিন্তু ডিবি তার এই প্রচেষ্টাকে অর্থহীন বলেছে। মেঘনা পোস্টে লিখেছেন, ‘ওরা বলেছিল, আপনার এসব করার দরকার নেই।

বাংলাদেশের সব ব্র্যান্ডিং তো সাকিব আল হাসান করছে। পুরো দুনিয়া ওকে চেনে, এটাই যথেষ্ট।’ মেঘনা তুলনা করেছেন বিশ্বের অন্য দেশের সঙ্গে। তিনি লিখেছেন, ‘আমেরিকাকে যদি কেউ বলে, ‘তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, তোমাদের তো বিয়ন্সে আছে!’ বা ফ্রান্সকে বলে, ‘তোমাদের ডিপ্লোমেসি লাগবে না, এমবাপ্পে তো আছেই!’ তাহলে কেমন লাগবে?’ এদিকে, মেঘনার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশের পরিচিতি বৃদ্ধির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর