শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

জেলা আ.লী\গের উপদেষ্টাসহ কা”রা”গা”রে ২

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গুলশান থানায় করা মামলায় ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর আসামি হলেন- আওয়ামী লীগ কর্মী খায়রুল খান জুয়েল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতের হাজতখানায় এনে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঞা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের গুলশান জোনাল টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১ এর গোল চত্বরে ৩০/৩৫ ব্যক্তি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে স্লোগান দেয়। তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে মিছিলে অংশ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর