রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ আজ : পরিসংখ্যানে কারা এগিয়ে

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত হয়েছে
শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

হংকংকে হারিয়ে ইতোমধ্যে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা নিয়ে আসে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও তা স্পষ্ট করে দেখিয়ে দেয়। পরিসংখ্যানে লঙ্কানরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১২টিতে জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা। বাকি আটটি ম্যাচ জিতে টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬৮ রান করেন মাহমুদউল্লাহ, অন্যদিকে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৫২৯ রান কুশাল মেন্ডিসের।

ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসে বাংলাদেশের সাব্বির করেন ৮০ রান, শ্রীলঙ্কার কুশাল মেন্ডিসের সর্বোচ্চ ৮৬। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১৫টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ অন্যদিকে কুশাল মেন্ডিসের ছক্কা ২৮টি।

শেষ পাঁচ ম্যাচে সব প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ ৪টিতেই জিতেছে। অন্যদিকে, নিজেদের শেষ পাঁচ ম্যাচে লঙ্কানদের জয় কেবল দুইটিতে। পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কোনো দলকেই স্পষ্টভাবে এগিয়ে রাখার সুযোগ নেই।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর