শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

সিআ/ইডি পুলি/শের ওপর হামলা: যশোরে এক যুবক আটক..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত হয়েছে
আটক তুষার। ছবি : সংগৃহীত

যশোরের রাজারহাট এলাকায় সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় তুষার নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ওসি আবুল হাসনাতের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

ওসি জানান, তুষারের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তুষার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটকের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু আটকের পরপরই তার সহযোগীরা এসে সিআইডি সদস্যদের ওপর হামলা চালিয়ে তুষারকে ছিনিয়ে নেয়।

পরে অভিযানে তাকে পুনরায় আটক করা হয়। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে সিআইডি পুলিশের যশোর রেঞ্জের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম জানান, ঘটনার তদন্তে সিআইডির একটি বিশেষ টিমও কাজ করছে, যা পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠে রয়েছে।


প্রয়োজনে সংক্ষেপিত বা বিস্তৃত সংস্করণও বানিয়ে দিতে পারি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর