পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত (মার্জার) করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইতিবাচক অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে তাদের কোনো দ্বিমত নেই। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার সঙ্গে একমত। তবে আমানতকারীদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সেটা দেখবে কেন্দ্রীয় ব্যাংক।”
এ সময় ডেপুটি গভর্নর ড. কবিরসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান আরও বলেন, “এস আলম গ্রুপ বেনামি হিসেবে এই ব্যাংক থেকে ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। তার নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকায় সে বেনামিতে টাকা নিয়েছে। এই বেনামি ঋণ আদায় না হওয়ার কারণেই ব্যাংক আজ এই পরিস্থিতিতে পড়েছে।”
এর আগে, গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, শিগগিরই পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক একীভূত করা হবে। তিনি বলেন, “এই একীভূত প্রক্রিয়ায় ব্যাংকের কর্মীরা চাকরি হারাবে না।”
তিনি আরও যোগ করেন, “এই উদ্যোগের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আগামী সরকারও এই প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলে আমরা আশা করি। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই এই মার্জার কার্যকর করা হবে।”
একীভূতকরণের ফলে কোনো ব্যাংকের শাখা অতিরিক্ত হলে সেগুলো পুনর্বিন্যাস করা হবে বলেও জানান গভর্নর। শহরভিত্তিক অতিরিক্ত শাখাগুলোকে গ্রামীণ এলাকায় স্থানান্তর করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
আপনি চাইলে এই লেখাটির সংক্ষিপ্ত সংস্করণ বা সংবাদ উপযোগী শিরোনামও দিতে পারি।