শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

জা-কসুর ছাত্রদল প্যানেলে কে এই মৌসুমী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কাজী মৌসুমী আফরোজ। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী মৌসুমী আফরোজ নামের এক নারী শিক্ষার্থী। সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

মৌসুমী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী। ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে তিনি বি ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কাজী মৌসুমী আফরোজ বলেন, তিনি সবসময়ই শিক্ষাঙ্গনে মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ক্যাম্পাসে সমান সুযোগ তৈরিতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান।

মৌসুমী জানান, শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য।

জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন এবং পরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখায় কাজী মৌসুমীর প্রার্থিতা শিক্ষাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর