লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার (২৫ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় হোসেন তারেক রহমানের সঙ্গে ড. মোশাররফ ও তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার লন্ডন সময় সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎ হয়।
সাক্ষাৎ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎকারটি এমন এক পরিবেশের মধ্যে ছিল, যা চিরদিন মনে রাখার মতো। আমি বাংলাদেশের কল্যাণে আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’
এছাড়াও ড. মোশাররফের বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ স্মরণীয় বৈঠক নিয়ে তার নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজ লন্ডন সময় সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। যা চিরকাল মনে রাখার মতো- জীবনের সেরা মুহূর্ত।’
এর আগে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ ও কুমিল্লা-২ থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির টিকিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। লন্ডনের এ সফর ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এখন চায়ের টেবিলে তুমুল আলোচনায় মেতে উঠেছেন।