বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

ঘোষিত দলে কেন জায়গা হয়নি নেইমারের, জানালেন আ’’ন’চে’লত্তি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১ বার পঠিত হয়েছে
নেইমার। ‍ছবি : সংগৃহীত

প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। চোট কাটিয়ে লম্বা সময় পর সান্তোসের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। পারফরম্যান্সও ছিল বেশ ভালো। ধারণা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিল দলে দেখা যাবে তাকে। তবে, চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরই মধ্যে আগামী বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা। তবে কোচ আনচেলত্তি এই দুই ম্যাচকে দেখছেন গুরুত্বের চোখে। আর তাই অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছেন তিনি।

দল ঘোষণার পর নেইমারের না থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ব্রাজিল কোচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ জানান, নতুন করে পড়া ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগবে নেইমারের। আর সেজন্যই ঘোষিত দলে জায়গা হয়নি তার।

আনচেলত্তি বলেন, ‘নেইমার গত সপ্তাহে একটি হালকা চোট পেয়েছে। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এ মুহূর্তে শতভাগ ফিট এমন ফুটবলারই আমাদের দরকার। নেইমারের সামর্থ্য নিয়ে কারো সন্দেহ নেই। কিন্তু আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই যেন সে জাতীয় দলের জন্য তার সর্বোচ্চটা দিতে পারে।‘

গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্টোস, ফ্যাব্রিজিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনোস, ভেন্দারসন, ওয়েসলি

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা

আক্রমণভাগ: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তেনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস হেনরিক, ম্যাথেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর