বৃহস্পতিবার (২১ আগস্ট) হাবিবুল্লাহ বাহার কলেজ মাঠে ক্রিকেট খেলার জন্য বল, ব্যাট ও স্ট্যাম্প এবং ফুটবল উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সদস্য দিদারুল ইসলাম এবং মোঃ আসাদুল ইসলাম সহ কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী উপহারের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের আশা, আকাঙ্ক্ষা ও ভরসার প্রতীক। এই সংগঠন প্রত্যেক শিক্ষার্থীর উন্নয়ন, অধিকার ও সম্ভাবনার কথা বলে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, স্বাধীন চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। খেলা শুধু শরীরচর্চা নয়, এটি মনের খোরাক, জীবনের পাঠশালা এবং সফলতার সিঁড়ি।