মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বাগেরহাট জেলা বিএনপির আহবায়কের এক/নিষ্ঠ কর্মী সুমন সহ ৮ জন সেনাবাহিনীর অভি/যানে অ/স্ত্র ও মাদ/কসহ আটক..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায়

বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে এসকে সুমন সহ ৮ জনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাগেরহাট সদর আর্মি ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়ি থেকে আটজনকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।আটককৃত ব্যাক্তিরা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কোবির মুরাদের ছেলে মোঃ হৃদয় মল্লিক,

নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মোঃ জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখ এর ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা ও সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার। এসকে সুমন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিমের একনিষ্ঠ কর্মী বলে জানাগেছে।এ ব্যাপারে জানতে চাইলে বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম জানান।সে আমার দলের কর্মী

হিসেবে দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদী শ্রমিক দল করে।দলের দুঃসময় আমার সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে।একটি মহল দলের দুর্দিনের কর্মীদের ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে।তাঁরই অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি দাবী করেন। জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী বলেন,আটক সুমন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সব বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল,সে শ্রমিক দলের কোন সদস্য নয়।আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আই-শৃঙ্খলা বাহিনী।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর