সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

কা\রা\গা\রে চু\রি, কা\রা\র\ক্ষী গ্রে\প্তা\র

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪ বার পঠিত হয়েছে
গোপালগঞ্জ জেলা কারাগার। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী নামে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ চুরির মামলা করেন।

শনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেপ্তারের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, ৮টি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। রোববার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কারাগার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে তারা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে অবহিত করে। শনিবার সন্ধ্যায় আরিফের বাসা থেকে এসব সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, শনিবার রাতে কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় চুরির মামলা করেছে। জিজ্ঞাসাবাদে ওই কারারক্ষী সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর