রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

স্লিপার বাস উ\ল্টে শিশুসহ নি\হ\ত ১০

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি স্লিপার বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, এর মধ্যে দুজন শিশু। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোরে হা টিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি রাস্তা থেকে ছিটকে সড়কের পাশে থাকা দিক নির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়।

নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক। এর মধ্যে পাঁচজন ঘুরতে যাওয়া অভ্যন্তরীণ পর্যটক বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দুর্ঘটনার সময় যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রিকে বলেন, ‘মুহূর্তেই বাসটা উল্টে গেল… আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। আমার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।’

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর