বিজিবি’র অভিযানে প্রায় ৩কেজি স্বর্ণ সহ ০৩ পাচারকারী গ্রেফতার
মোঃ জমির হোসেন
স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা উপজেলাধীন পুটখালী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর হতে ২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার সহ পাচারকারী সাইদুর রহমান (৩৩), সাইফুল ইসলাম (৩৬) ও মাসুদ চৌধরী বাবু (৩১) কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(২১,বিজিবি, খুলনা)’র সদস্যরা। এ সময় তাদের পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার আটক করা হয়।
২১,বিজিবি(খুলনা)’র আওতাধীন সীমান্তবর্তী দৌলতপুর বিওপি হতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বুধবার(৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্বর্ণ পাচারের গোপন তথ্য পেয়ে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। সেখানে একটি প্রাইভেটকারে বসে থাকা সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাদের দেহ তল্লাশী করে ০২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ০২(দুই) কোটি ৬৫(পয়ষট্টি) লাখ টাকা।
আসামী ০৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে এবং আটক স্বর্ণের বারগুলি যশোর সদর সরকারি ট্রেজারিতে জমা প্রদান করা হবে বলে অধিনায়ক জানান।