রাজধানীর ফার্মগেটে এসে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
মেট্রোতে এ বিড়ম্বনায় অনেকে নেমে পড়েন। তবে এ ঘটনার পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি আবার চলতে শুরু করে।
মেট্রোরেলের এক যাত্রী জানান, বিজয় সরণি পার হতেই ট্রেনটির বেশিরভাগ আলো বন্ধ হয়ে যায়। এ সময় এসিও চালু ছিল না। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। সেখানে যাত্রীরা ওঠানামা করেন। এরপর আর ট্রেনটি চলেনি। তখন ট্রেনের পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি আবার চলতে শুরু করে। এ সময় অনেকে ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে রওনা হন।
তিনি জানান, ট্রেনে এমন সমস্যা হলেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে কয়েক মিনিট পর ট্রেনটি পুনরায় চলতে শুরু করে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছে। তবে এটি সাময়িক। পাঁচ মিনিট পর ট্রেনটি চালু হয়েছে।