মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

ফার্মগেটে বন্ধ হয়ে গেল মেট্রোরেল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯ বার পঠিত হয়েছে
আটকে থাকা মেট্রোরেল। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে এসে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

মেট্রোতে এ বিড়ম্বনায় অনেকে নেমে পড়েন। তবে এ ঘটনার পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি আবার চলতে শুরু করে।

মেট্রোরেলের এক যাত্রী জানান, বিজয় সরণি পার হতেই ট্রেনটির বেশিরভাগ আলো বন্ধ হয়ে যায়। এ সময় এসিও চালু ছিল না। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। সেখানে যাত্রীরা ওঠানামা করেন। এরপর আর ট্রেনটি চলেনি। তখন ট্রেনের পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেনটি আবার চলতে শুরু করে। এ সময় অনেকে ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে রওনা হন।

তিনি জানান, ট্রেনে এমন সমস্যা হলেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে কয়েক মিনিট পর ট্রেনটি পুনরায় চলতে শুরু করে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছে। তবে এটি সাময়িক। পাঁচ মিনিট পর ট্রেনটি চালু হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর