জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজ আর দুর্নীতি আবারও বাংলাদেশ রাষ্ট্রে চেপে বসেছে। আমরা বলেছিলাম, এ চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম বাঁচিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল। চাঁদাবাজ আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে তারা।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা শহরের পৌর মার্কেটের সামনের সদর রোডে এনসিপির পথযাত্রায় এসব কথা বলেন তিনি।
পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এ বরগুনা এলাকার সন্তান সোহাগকে কী বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কী এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কী এ চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? আপনাদের সন্তানকে ঢাকা শহরে যেভাবে হত্যা করা হয়েছে আপনারা প্রতিবাদ তৈরি করুন।
বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলীয় জেলা বরগুনা নিয়ে পরিকল্পনার বিষয়ে এনসিপি এ শীর্ষ নেতা বলেন, আমরা চাই এ বরগুনার নদী সমুদ্রের রক্ষা হবে। উপকূল সুরক্ষা পাবে, মানুষের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত হবে।
তিনি বলেন, আমরা দেখেছি একটা দল ইতিহাসে এককালে পাকিস্তানপন্থিদের পুনর্বাসন করেছিল। গণঅভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমি স্পষ্টভাষায় বলছি, বাংলাদেশে মুজিববাদীদের রাজনীতি হবে না, চাঁদাবাজদের রাজনীতি হবে না।
পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, শামান্তা শারমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।