শনিবার, জুলাই ১২, ২০২৫, জয়পুরহাট সদর উপজেলা ও পৌরসভার ৭০০ অধিক মসজিদের সম্মানিত ইমামদের সঙ্গে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে মতবিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম।
মতবিনিময় অনুষ্ঠানে ইমামরা তাদের উপর বিগত ফ্যাসিষ্ট আওয়ামিলীগ শাসনামলে চালানো দমন-পীড়নের বর্ননা করেন। ইমামরা তাদের সম্মানি ভাতা বৃদ্ধি সহ যৌক্তিক দাবি দাওয়া পেশ করেন।
জনাব ফয়সল আলিম বলেন বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। রাষ্ট্রীয় ৪ টি মূলনীতির মধ্যে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করা সংযুক্ত করেছিলেন।
তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আপনাদের দোয়া ও সহযোগীতা নিয়ে সরকার গঠন করলে ইসলামের কল্যানে কাজ করবে। মসজিদের ইমাম – মুয়াজ্জিনদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।