রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

সাকি/বের জন্য জা/তীয় দলের দর/জা এখনো খোলা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন অনুপস্থিত সাকিব আল হাসান। অনেকে ভেবেছিলেন, হয়তো দেশের হয়ে তার অধ্যায় শেষ। কিন্তু এবার সে ধারণায় নতুন করে আলো ফেলে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।

শনিবার (১২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠু স্পষ্ট জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনো পুরোপুরি খোলা। তার ভাষায়, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য কোনো সেকেন্ড চয়েস নেই। দরজা সবসময় তার জন্য খোলা। এখন বিষয়টা সম্পূর্ণ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে।’

এদিকে জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের দাপট অব্যাহত আছে। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। ব্যাট হাতে ৩৭ বলে ঝকঝকে ৫৮ রান এবং বল হাতে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট- এই পারফরম্যান্সে তার দল ২২ রানে হারিয়েছে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে।

সাকিবের ফেরা নিয়ে মিঠু আরও বলেন, ‘আগে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হতো জানি না। তবে বর্তমান সভাপতি ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের ওপর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সাকিবের বিষয়টি তাদের নজরেই আছে। তারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবে।’

সাকিবের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারের ফর্ম এবং সাম্প্রতিক সাফল্য বিবেচনায় তাকে আবারও জাতীয় দলে দেখা যাওয়া সময়ের ব্যাপার বলেই ধারণা করছেন অনেকেই। সমর্থকরাও আশায় বুক বাঁধছেন, দেশের হয়ে হয়তো আরও একবার জ্বলে উঠবেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর