শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

বীরগঞ্জে কঙ্কাল চুরির সময় ৫ যুবক গ্রেফতার।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার পঠিত হয়েছে

বীরগঞ্জে কঙ্কাল চুরির সময় ৫ যুবক গ্রেফতার।

রুবেল চিরিরব বন্দরে দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির সময় ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ২৮ আগস্ট দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার চৌধুরীহাট বালাপুকুর করবস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার অষ্টধর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন বাবু(২৫),শেরপুরের নারায়ণখোলা বাজার আদর্শ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ লালচাঁন(৩০),বাবর হোসেনের ছেলে আব্দুস সোবহান সফু(২৮), মৃত সাবেদ আলীর ছেলে মোঃ ফরিদ হোসেন(২৪), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার আলিনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ সেরাজুর ইসলাম(২৭)।

অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন জানায়, কয়েকদিন ধরে দিনাজপুরে বীরগঞ্জ, ঘোড়াঘাট, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও পঞ্চগড়ে একের পর এক কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ৫ আসামি কে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।আজ বিকেলে তাদের কোটে চালান করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর