চট্টগ্রামে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
বুধবার (০২ জুলাই) বিকাল ৩টার দিকে পটিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা এই বিক্ষোভ শুরু করেন।
এ সময় আন্দোলনকারীরা নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখার সময় বিক্ষোভ চলছিল।
আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার (০১ জুলাই) রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে পুলিশের কাছে সোপর্দ করতে গিয়ে উল্টো পুলিশের হামলার শিকার হন তারা। হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতেই তারা ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কিন্তু ডিআইজি কথা বলতে রাজি হননি।