শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

হাবিবু/ল্লাহ বাহার ইউনি/ভার্সিটি কলেজ ছাত্র/দলের উদ্যো/গে জুলাই গণঅ/ভ্যুত্থান শহীদ আব/দুল্লাহ সি/দ্দিক সহ সকল শহীদ/দের স্মর/ণে মৎস অব/মুক্ত/করণ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে
হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পহেলা জুলাই সকালে হাবিবুল্লাহ বাহারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন কর্নেল (অব:)  মো: ইমরুল  কায়েস  (অধ্যক্ষ হাবীবুল্লাহ  বাহার কলেজ)।আলী বর্দ্দিন স্যার (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ  হাবীবুল্লাহ বাহার কলেজ )।
মো: ফেরদৌস হাসান স্যার  সহযোগী শিক্ষক (ব্যবস্থাপনা বিভাগ)।
মো: আজিম উদ্দিন  সদ্দার (চেয়ারম্যান মার্কেটিং বিভাগ)।
মো:মাসুম পারভেজ স্যার (চেয়ারম্যান হিসাববিজ্ঞান বিভাগ)।
মো: আবু বক্কর স্যার  (সহযোগী শিক্ষক  মার্কেটিং বিভাগ)।
মো: মেহেদী হাসান রাকিব  (প্রভাষক  হিসাববিজ্ঞান  বিভাগ)।
মো: জাকির স্যার প্রভাষক (হিসাববিজ্ঞান বিভাগ)
মো: মোস্তফা আমিন প্রভাষক (থিয়েটার এন্ড মিডিয়া বিভাগ)। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির জুলাই আন্দোলনে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর মমতাময়ী মা।আরো উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো: সাইফুল ইসলাম ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য মোঃ আসাদুল ইসলাম ;উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মো:জিয়াউল ইসলাম ;ছাত্রদল নেতা মো:জিয়াউল হক;মো:রিয়াজুল আলম;উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ মো:জাকির হাসান ও মো:ওমর হাওলাদার ; উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অনেক নেতা কর্মীরা।ও কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল ও সচেতন করে তোলার বার্তা দিয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর