সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
মোঃ মজিবর রহমান শেখ,
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি গঠন ও সাংগঠনিক বিষয়ে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নের সালন্দর ডিগ্রি কলেজের হলরুমে বর্ধিত সভাটি হয়। সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাজেদুর ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। এ জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে আমরা নৌকার বিজয় নিশ্চিত করব। এ জন্য দলের সব নেতাকর্মীকে একই কাতারে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনির সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহ-সভাপতি অশোক কুমার দাস, সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাসিবুল রহমান হাসিব, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আতাউর রহমান, সহ- দপ্তর সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। এ ছাড়া বর্ধিত সভায় সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর