নাসিরউদ্দিন সাহেব, বিএনপি ২৫০+ আসন পাবে — আর আপনি আগে নিজের দলের জামানত বাঁচানোর চিন্তা করুন!
নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব,
আপনি বললেন—
বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না।
আপনার এই বক্তব্যের পর অনেকেই ভাবছে আপনি কি সত্যিই রাজনীতির মানুষ, নাকি মিডিয়ায় লাইমলাইট পাওয়ার মরিয়া চেষ্টা করছেন!
একটা প্রশ্ন—
আপনার দলের নাম কেউ জানে? জনগণ কি আপনাদের চিনে?
আপনারা একটি নতুন দল, এবারের নির্বাচনই আপনাদের প্রথম!
যাদের এখনও মাঠে রাজনৈতিক শিকড় নেই, যাদের পরিচিতি নেই, ইতিহাস নেই — তারা কীভাবে দেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে আসে?
আপনাদের এখন কথা বলার নয়, নিজেদের প্রমাণ করার সময়।
আপনারা কয়টা আসন পাবেন, জামানত রাখতে পারবেন কিনা — তা নিয়ে চিন্তা করুন।
বিএনপি কত আসন পাবে, তা ঠিক করবে দেশের ১৮ কোটি মানুষ—not কিছু মিডিয়াপ্রেমী মুখচেনা বক্তা।
আপনারা গায়ে–গতরে সরকারপন্থী দয়া খাওয়া কিছু সুবিধাবাদী মুখ — যারা শুধু ক্ষমতাসীনদের খুশি রাখতে মিথ্যাচারে ব্যস্ত।
আপনারা জানেন না মানুষের ভেতরে কতটা ক্ষোভ জমে আছে আপনাদের বিরুদ্ধে, আর কতটা আশা নিয়ে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে।
বিএনপি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া গণমানুষের দল, শহীদদের রক্তে গড়া শক্তি।
এই দলকে ছোট করতে গেলে, আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎই ছোট হয়ে যাবে।
বিএনপি ইনশাআল্লাহ ২৫০+ আসন পাবে — এটা কোনো দাবি নয়, এটা জনগণের দৃঢ় প্রত্যয়।
আর একটা কথা —
মিডিয়ার সামনে আসার আগে নিজের আচরণ ঠিক করুন।
আপনার চোখ-মুখের ভাষা, বেহাল অবস্থা দেখে জনগণ বুঝে যায় — আপনি সুস্থভাবে কথা বলছেন না।
দয়া করে নেশাগ্রস্ত অবস্থায় বক্তব্য দেওয়া বন্ধ করুন। আপনি নিজের দলের সম্মান ধ্বংস করছেন, অন্য কিছুর না হলেও।
রাজনীতি বড় কথা নয় —
জনগণের আস্থা অর্জন করাই সবচেয়ে বড় কাজ।
যাদের সেই আস্থা নেই, তাদের মুখে বিএনপি নিয়ে কথা মানায় না।
নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করুন, তারপর না হয় বিএনপির আসন নিয়ে ভাববেন!
বিএনপিকে জনগণ তৈরি করেছে, ভবিষ্যতও জনগণই লিখবে — সেটা ২৫০+ আসনে প্রমাণিত হবে ইনশাআল্লাহ!