শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন

পত্নীতলার ইউএনও রুমানা আফরোজ এর বদলিতে মিষ্টি বিতরণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৬৭ বার পঠিত হয়েছে

পত্নীতলার ইউএনও রুমানা আফরোজ এর বদলিতে মিষ্টি বিতরণ।

জামিল আহম্মেদ , পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের বদলীর খবরে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নজিপুর চারমাথাসহ কয়েকটি স্থানে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

কেন মিষ্টি বিতরণ করা হচ্ছে জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা বলেন, ইউএনও রুমানা আফরোজের হটকারীতা, অনিয়ম ও স্বেচ্ছাচারী আচরণে তারা অতিষ্ট হয়ে উঠেছেন। বেশ কিছুদিন ধরেই পত্নীতলার আপামর জনসাধারণ তাঁর বদলি বা প্রত্যাহার কামনা করছিলো।

তারা আরো বলেন, সরকারী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, বালু মহাল ও নাগরিক সেবা প্রদানে ইউএনও রুমানা আফরোজ ব্যাপক অনিয়ম, সাংবাদিকদের সংবাদ প্রকাশে বাধা প্রদান ও স্বেচ্ছাচারী আচরণ করেছেন। তাঁর হটকারী সিদ্ধান্তের কারণে অনেক মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত ২৪ আগষ্ট তারিখে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসনের এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুমানা আফরোজের বদলীর আদেশ হয়েছে। তাঁর পরবর্তী কর্মস্থল বগুড়া জেলার শেরপুর।

এদিকে একই আদেশে পত্নীতলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসেবে মোহাইমেনা শারমীনকে যোগদান করতে বলা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

জামিল আহম্মেদ

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর