শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

এক/যোগে ৬০ যুদ্ধ/বিমান দিয়ে ইরা/নে রাত/ভর হামলা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার দৃশ্য। ছবি : সংগৃহীত

ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। শুক্রবার (২০ জুন) সকালে আলজাজিরা এ তথ্য জানায়।

বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় ১২০টি ভারী বোমা ফেলে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে। সেসব হামলা সফল হয়েছে।

গত কয়েক দিন ধরে ইরানজুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ৬০০ ছাড়িয়ে গেছে। কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতের আপডেট দিচ্ছে না। বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হচ্ছে।

এদিকে ইরানও হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। এর পরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলোয় বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে কল আসতে শুরু করে। জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম কর্তৃক প্রকাশিত ভিডিও অনুসারে, দক্ষিণ শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর