গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার ডাকাত সদস্য আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) রাত ৩টার দিকে শ্রীপুরের মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দুজনের একজন মো. আরিফ হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আরিফ হোসেন ডাকাত দলের সদস্য ছিলেন। অপরদিকে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় অটোরিকশা চালক আবুল কালাম (৪০) মারা যান। তিনি শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি ওই সড়ক হয়ে মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে আটক চার ডাকাতের পরিচয় জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, তিনি শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকাআপ নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় পৌঁছলে ৬-৭ জনের ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাত দল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় একজন ডাকাত সদস্যসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।