শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ১০ দিনে বিপুল পরিমাণ মাদক সহ আটক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান
১০ দিনে বিপুল পরিমাণ মাদক সহ আটক -১৩ জন ।
মোঃ মজিবর রহমান শেখ,
সাম্প্রতি গত ১০ দিনে পুলিশের মাদকবিরোধী অভিযানে পৃথক ঘটনায় ১৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ১০টি মামলা দায়ের করা হয় এবং উল্লেখিত ১৩ জন মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি বাংলাদেশ পুলিশের মুল লক্ষ্য। ঠাকুরগাঁও জেলার মানুষের জন্য পুলিশ দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি গত ১০ দিনের অভিযানে প্রায় ১৩ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। এর মধ্যে গত ২২ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর খোচাবাড়ী থেকে ১৪ পিস ট্যাপেনটাডল/ট্যাপল ট্যাবলেট সহ মো: সোহেল রানা (২৫) কে আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) মো: মামুনুর রশিদ পিপিএম সেবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ২১ আগষ্ট পৌর শহরের গোবিন্দনগর মসজিদ সংলগ্ন এলাকায় ১৬ পিস ইয়াবা সহ মো: জনি (৩০) কে আটক করা হয়। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) মো: কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০ আগষ্ট পৌর শহরের মুন্সিপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ঐ মহল্লার মৃত বাবু হোসেনের স্ত্রী মোছা: আসমা বেগম (৩০) কে ১৫ পুরিয়া হিরোইন সহ আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) মো: আতাউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে মোছা: রিনা বেগম (৩৫) এর বাড়ি ঘেড়াও করে ১শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার আরও জানান, ১৮ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ বাজারের মাছ হাটির পার্শ্বে একটি পরিত্যাক্ত ট্রয়লেটের ভেতর থেকে মো: মামুন ইসলাম ওরফে মন্টু (২৫) ও দবিদুর রহমান (৫০) কে ৪০ লিটার চোলাই মদ ও ৪ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) মো: মামুনুর রশিদ পিপিএম সেবা একটি মামলা দায়ের করেন। একই দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর মধ্য পারপুগী (শীবগঞ্জ বাজার) এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল হোসেন (২৫) কে ৩০ লিটার চোলাই মদ সহ আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) চন্দন কুমার ঘোষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ১৭ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার রোড বালিয়াডাঙ্গী মোড়ে মেসার্স ইমু ইলেক্ট্রনিক্স এর দোকানের সামনে থেকে ২০ পুরিয়া গ্রাঁজা সহ মো: হাবিবুর রহমান হাবিব (২৮) ও মো: রবিউল ইসলাম (২০) কে আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) মো: মানিক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর চৌধুরী হাট চাষী কাবের সামনে থেকে ১৪ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট সহ মো: বিদ্যুৎ (২২) কে আটক করে পুলিশ। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) খোকা চন্দ্র রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৬ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর হাজীফাড়া চেদ্দহাত কালিতলা হতে জাঠিভাঙ্গা পুকুরগামী কাচারাস্তা থেকে মো: রায়হান (২৫) ও মো: রনি মিয়া (২০) কে ১০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১৬ পুরিয়া গাঁজা সহ আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) মো: আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। একই দিনে সালন্দর তেলীপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে মো: সুমন (২২) কে ১৯ টি ট্যাপেনটাডল ট্যাবলেট সহ আটক করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এস,আই (নি:) মো: নুরজামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদকের সর্বনাশা ছোবল দেশের তরুন সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজের জন্য মাদক নির্মুল করতে হবে। তা করতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা এবং দৃঢ় প্রতিরোধ ব্যবস্থা। এ কারনে সকলের সহযোগিতা পয়োজন।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর