মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

দিনা/জপুরে ট্রা/ক-মাই/ক্রো/বাস সং/ঘর্ষে নিহত ৪..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি : Max tv bd

দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে ২৮ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজগর আলীর ছেলে মো. দেলোয়ার (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫) ও মোহাম্মদ মানিক।

আহতরা হলেন- আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭), ও নাহিদ (৩২)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশে একটি কনফারেন্সে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের কয়েকজন কর্মকর্তা ও গাড়ির চালক। সকাল ৭টার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, এখন পর্যন্ত চারজন মারা গেছে। আহত ৩ জন চিকিৎসাধীন আছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর