সোমবার, ১৯ মে ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

ভক্ত/দের অ/পে/ক্ষা করতে বল/লেন রাশ/মিকা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

‘দ্য গার্লফ্রেন্ড’ একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। গত বছর মুভিটির টিজার প্রকাশিত হয় এবং তারপর থেকেই ভক্তরা এর আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তবে পুষ্পা ২-খ্যাত অভিনেত্রীর ব্যস্ত সময়সূচির কারণে সিনেমাটির আর আপডেট দিতে পারেননি, যার ফলে ভক্তদের মধ্যে দেখা দেয় অস্থিরতা। তবে এবার সেই অস্থিরতার মধ্যে স্বস্তির বার্তা দিলেন রাশমিকা। এ বিষয়ে অভিনেত্রী জানান, এটি তার অভিনীত সবচেয়ে স্পেশাল সিনেমাগুলোর একটি। তিনি ভক্তদের আশ্বস্ত করেন যে, তাদের প্রতীক্ষা সার্থক হতে চলেছে এবং এত ভালোবাসা ও সমর্থন পাওয়ায় টিম এখন দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করছে।

ভক্তদের উদ্দেশে রাশমিকা আরও বলেন, ‘আমি জানি আমরা আপনাদের অপেক্ষায় রেখেছি এবং আপনাদের অপেক্ষার এ বিষয়টি সত্যিই অসাধারণ। তবে বিশ্বাস করুন, মুভিটির পরিচালক রাহুল রবীন্দ্রন সত্যিই কঠোর পরিশ্রম করছেন, যাতে সেরা আউটপুটটা দিতে পারেন এবং এটা আমার জীবনের সবচেয়ে বিশেষ ধরনের একটি সিনেমা হতে চলেছে।’

‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজারটি প্রকাশিত হয় গত বছর ৯ ডিসেম্বর। এটি শুরু হয় বিজয় দেবরাকোন্ডার কণ্ঠে একটি ভয়েসওভার দিয়ে, যেখানে তিনি রাশমিকার চরিত্রের প্রশংসা করেন। এরপর দেখা যায় কলেজজীবনের কিছু ঝলক, যা একটি রোমান্টিক গল্পের ইঙ্গিত দেয়। যদিও পুরো কাহিনি স্পষ্ট নয়, তবে টিজারে বোঝা যায় যে, রাশমিকার চরিত্রটি তার প্রেমিকের সঙ্গে একটি জটিল ও সম্ভবত তীব্র সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে।

এ সিনেমায় রাশমিকার পাশাপাশি ধীক্ষিত শেঠি, রাও রমেশ, রোহিনীসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রাহুল রবীন্দ্রন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর