বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

উচ্চ/শিক্ষার না/মে জবি/য়ান/দের স/ঙ্গে প্রতা/রণা : শি/বির সভা/পতি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০ বার পঠিত হয়েছে
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : Max tv bd

উচ্চশিক্ষার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জবি শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত। সকল আন্দোলনে জবি সমৃক্ত ছিল। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে উচ্চশিক্ষার নামে প্রতারণা করা হয়। জবিয়ানদেরকে বারবার আশ্বস্ত করা হয় কিন্তু দাবি বাস্তবায়ন হয় না।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি কিন্তু সরকার সে দাবি আমলে নিচ্ছে না। জবিয়ানদের এই আন্দোলনের শিক্ষক শিক্ষার্থীর সবাই ঐক্যবদ্ধ ছিল আন্দোলনে, পুলিশে যে হামলা চালিয়েছে এটা কখনোই ঠিক করেনি। তাদের বিচার হওয়া উচিত।

শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, যেই সরকার শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারে না এ সরকার। অতি উৎসাহী হয়ে যারা আন্দোলন তাদের বিচার করতে হবে। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দাবি আছে এ দাবি শিক্ষার্থীদের জন্য অবশ্যই ঘোষণা আসতে হবে।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সাবেক শিক্ষার্থী হিসেবে আমি বলছি শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি দ্রুত মেনে নেয়া উচিত। দাবি আদায় না হওয়া মেনে নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে। চলবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর