রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব, বিসিবির ঘোষণা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে
সংগৃহীত ছবি

সাকিব আল হাসান নামটা শুধু একজন ক্রিকেটারের নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক আবেগ, এক আস্থা, এক গর্বের প্রতীক। অনেক দিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ার ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বোর্ড জানিয়েছে, তার ফিটনেস ও অ্যাভেইলেবিলিটি বিবেচনায় নিয়ে নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ, যেসব ভেন্যুতে খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত থাকবেন, সেসব সিরিজেই তাকে দলে দেখা যেতে পারে। 

দেশে হোক বা দেশের বাইরে আগামী সিরিজগুলো থেকেই সাকিবকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে মাঠে নামার সুযোগ থাকবে এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

শুধু তাই নয়, তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি; যা তার প্রতি বোর্ডের আস্থারই বহিঃপ্রকাশ। 

তবে তার চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সাকিব আল হাসানকে তার অ্যাভেইলেবিলিটি ও ফিটনেস সাপেক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে।’ 

সব মিলিয়ে, আবারও জাতীয় দলের নীল-সবুজ জার্সিতে সাকিবকে দেখার স্বপ্ন নতুন করে জেগে উঠেছে কোটি ভক্তের মনে। এখন শুধু অপেক্ষা—মাঠে ফেরার সেই চেনা মুহূর্তের।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর