সাকিব আল হাসান নামটা শুধু একজন ক্রিকেটারের নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক আবেগ, এক আস্থা, এক গর্বের প্রতীক। অনেক দিন ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ার ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।






