মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে
শবনম বুবলী I ছবি : সংগৃহীত

প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পর আবারও মা হওয়ার গুঞ্জনে আলোচনায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়। অনুষ্ঠানে তার শারীরিক অবয়ব ও চলাফেরায় ‘বেবিবাম্প’ স্পষ্ট বলে ধারণা করছেন নেটিজেনদের একাংশ। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে বুবলী সরাসরি কিছু না বলে বরং কৌশলী উত্তর দিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বুবলী বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন। তার মতে, সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক বা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব ব্যক্তিগত আলোচনা না হওয়াই ভালো বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না, সেক্ষেত্রে তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন। মেসেজের জবাব না দেওয়ার অর্থ হলো তিনি ওই বিষয়ে আপাতত কথা বলতে আগ্রহী নন। কিন্তু তার বক্তব্য না নিয়েই মনগড়া সংবাদ প্রচার করা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের সন্তান বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়েছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। তবে এখন পর্যন্ত শাকিব খান বা বুবলী—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি, যা শোবিজে রহস্য আরও ঘনীভূত করছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর