সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে
ম্যাচ শেষে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। ছবি : সংগৃহীত

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল লা লিগার টেবিল টপ বার্সেলোনা। রোববার (১৮ জানুয়ারি) সোসিয়েদাদের মাঠে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরে গেছেন হান্সি ফ্লিকের শিষ্যরা। এই হারের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান নেমে এলো মাত্র ১-এ। ২০ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট টেবিলে শীর্ষে আছেন লামিন ইয়ামালরা।

রিয়াল সোসিয়েদাদের কাছে হারের আগে লিগে দুর্দান্ত পারফরম্যান্সে টানা ৯ অপরাজিত ছিল বার্সা। রোববার সোসিয়েদাদের মাঠে ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও জয় নিয়ে ফেরা হয়নি কাতালানদের। ফিনিশিংয়ের দুর্বলতায় সমতায় ফেরা কিংবা জয় আদায় কোনোটাই করতে পারেননি হান্সি ফ্লিকের শিষ্যরা। ইনজুরির কারণে দলে না থাকা রাফিনহার অভাব স্পষ্ট হয়ে ওঠে আক্রমণভাগে।

ম্যাচের ৮৮ মিনিটে কার্লোস সোলার লাল কার্ড দেখলে রিয়াল সোসিয়েদাদ ১০ জনের দলে পরিণত হয়। বাকি সময় চেষ্টা করেও বার্সেলোনা সুযোগ কাজে লাগাতে পারেনি। ঘরের মাঠের সুবিধা নিয়ে জয় তুলে নেয় সোসিয়েদাদ।

প্রথমার্ধের ৩২ মিনিটে স্প্যানিশ তারকা মিকেল ওয়ারসজাবালের দৃষ্টিনন্দন ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা। লামিন ইয়ামাল, ফেরান তোরেসরা চেষ্টা করলেও সমতায় ফিরতে পারেননি। লিড নিয়েই বিরতিতে যায় সোসিয়েদাদ।

 

শুরুর একাদশে না থাকা রাশফোর্ড বিরতির পর বদলি নেমে বার্সেলোনাকে সমতায় ফেরান। লামিনে ইয়ামালের ক্রস থেকে ৭০ মিনিটে হেডে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তবে সমতায় ফিরেও বেশিক্ষণ স্বস্তি পায়নি বার্সা। পরের মিনিট গঞ্জালো গেদেসের গোল ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। লা লিগায় এখন পর্যন্ত ২০ ম্যাচ মাঠে নেমে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর