শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

‘বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিসিবির লাভ-ক্ষতি নেই’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে
বিসিবির পরিচালক নাজমুল।
নিরাপত্তা ইসুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে এক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভেন্যু পরিবর্তন করে যদি শ্রীলঙ্কায় খেলা দেয় তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ। 

অন্যথা আইসিসি যে সমাধানই দিক না কেন বিসিবি মানবে না। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কণ্ঠে তেমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কেননা তিনি জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক বিসিবির লাভ-ক্ষতি নাই। 

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে তাহলে কি আর্থিক ক্ষতির মুখে পড়ছে বিসিবি। বিষয়টি উড়িয়ে দিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের নাজমুল বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। তার কারণ হচ্ছে, ক্রিকেটাররা খেললে তারা এক ধরনের ম্যাচ ফি পায়।

যদি খেলায় কেউ অংশ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো বিশেষ পারফরম্যান্স করে, সেটার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী, তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে প্লেয়ারের পাওনা।’ 

বাংলাদেশের খেলা বা না খেলায় বিসিবির আর্থিক কোনো লাভ-ক্ষতি নেই জানিয়ে নাজমুল বলেছেন, ‘সেটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই।

অন্তত এই বিশ্বকাপের জন্য।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর