শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

‘নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠেছে, তবে চালকের হাতেই ঝুঁকি’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
সংগৃহীত ছবি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনের প্রক্রিয়া এখন আর শুরুর অপেক্ষায় নেই, তা চলতে শুরু করেছে। তবে এই যাত্রা কতটা নিরাপদ হবে, তা নির্ভর করছে রাজনীতিবিদদের আচরণের ওপর।’

সোমবার (১২ জানুয়ারি) সকালে বরিশালে সুজন আয়োজিত এক বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠে গেছে। নির্বাচন নিয়ে শঙ্কা আছে ঠিকই।

তবে সেটিকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরাই।’ তার মতে, সদাচরণ নিশ্চিত করা গেলে নির্বাচনে বড় কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না। 

ড. বদিউল আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখন অনেকটাই রাজনৈতিক আচরণের ওপর নির্ভর করছে।’ তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় না জড়ান এবং এমপি হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন, তাহলে নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক এই বিভাগীয় সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাদের মতামত তুলে ধরেন। আলোচনায় নির্বাচনকালীন আচরণ, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো উঠে আসে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর