শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নির্বাচন পরিচালনায় বিএনপির কল সেন্টার চালু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

নির্বাচন কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে একটি বিশেষ কল সেন্টার চালু করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই কল সেন্টারের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জানায়, এখন থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে পারবেন দলটির নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যায় তৃণমূলের নেতাকর্মীরা এই অফিসের সহযোগিতা নিতে পারবেন।

তৃণমূলকে সরাসরি কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত করতেই এই কল সেন্টার চালু করা হয়েছে।’
রিজভী আরো বলেন, ‘নির্বাচনকালীন সময়ে তৃণমূলের নেতাকর্মীরা যেকোনো অভিযোগ এখানে তুলে ধরতে পারবেন, যার প্রেক্ষিতে কেন্দ্র থেকে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।’

উদ্বোধনের পর কল সেন্টারে প্রথম কল করে সেখানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন রুহুল কবীর রিজভী। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর