উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যায় তৃণমূলের নেতাকর্মীরা এই অফিসের সহযোগিতা নিতে পারবেন।
নির্বাচন কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে একটি বিশেষ কল সেন্টার চালু করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই কল সেন্টারের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যায় তৃণমূলের নেতাকর্মীরা এই অফিসের সহযোগিতা নিতে পারবেন।
উদ্বোধনের পর কল সেন্টারে প্রথম কল করে সেখানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন রুহুল কবীর রিজভী। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।