বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের গুণ্ডামির বিরুদ্ধে আপসহীন ছিলেন শহীদ ওসমান হাদি। কিন্তু দুঃখজনক হলো, ওসমান হাদি শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আমরা এখনো তার হত্যার বিচার নিশ্চিত করতে পারিনি। হাদি হত্যাকারীদের বিচার এই বাংলাদেশে হতেই হবে।’
হাসনাত বলেন, ‘অতীতে ভারত ঠিক করে দিয়েছে আমাদের দেশ কে চালাবে।
তিনি আরো বলেন, “যে ব্যক্তি নিজেই ঋণ করে চলে, দায় শোধ করে না, সে ব্যক্তি জনগণের সেবা করতে এলে কী ধরনের সেবা দেবে, তা আমাদের পরিষ্কার হয়ে গেছে। যারা জনগণের ট্যাক্সের টাকা ও ঋণের টাকা আত্মসাৎ করে বিলাসিতা করে, তাদের লজ্জা হওয়া উচিত।
দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারি মো. অলিউল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. গোলাম জিলানী, জামায়াতের ইউনিয়ন আমির মাও. মো. হোসাইন, ইউপি মো. আবু ইউসুফ মেম্বারসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।