বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান।
বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক রহমানসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জারিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতৃবৃন্দ। এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা করেন তারা।