শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

গামছা-টুপিতে জাভেদ আখতারের ছবি ভাইরাল! ক্ষুব্ধ গীতিকার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার দিন দিন বাড়ছে। এখন যেকোনো মানুষের ছবি নিয়েই অনায়াসে ভুয়া দৃশ্য তৈরি করা সম্ভব। কঙ্গনা রানাওয়াতের পর এবার একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউডের প্রবীণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে—চোখে সুরমা, মাথায় টুপি, গায়ে গামছা জড়িয়ে মুসলিম বেশে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন জাভেদ আখতার।

ছবিটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় বিস্ময় ও আলোচনা।অনেকের মনে প্রশ্ন, মুসলিম ধর্ম নিয়ে নানা বিতর্কের পর হঠাৎ তিনি নিজেই কেন এমন সাজে ধরা দিয়েছেন?

তবে দ্রুতই পরিষ্কার হয়, ছবিটি একেবারেই সত্যি নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ভুয়া ছবি।

ভাইরাল ছবিটিকে ‘আবর্জনা’ বলে কড়া ভাষায় নিন্দা করেছেন জাভেদ আখতার।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া ছবি ছড়ানো হয়েছে, যেখানে আমাকে মাথায় টুপি পরে আল্লাহর শরণাপন্ন হতে দেখা যাচ্ছে। যারা এই ছবিটি তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আমি আদালতে মামলা করছি।”

তিনি আরো জানান, এই বিষয়ে ইতিমধ্যেই সাইবার পুলিশের কাছে সব তথ্য ও রিপোর্ট জমা দিয়েছেন। কারা এই ছবির পেছনে রয়েছে এবং তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা করছে, তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই আল্লাহ ও ঈশ্বর নিয়ে করা একটি মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন জাভেদ আখতার। তিনি বলেছিলেন, “গাজায়ও তো সর্বশক্তিমান ঈশ্বর আছেন। তাহলে কেন সেখানে শিশুদের ছিন্নভিন্ন দেহ রাস্তায় পড়ে থাকে? তিনি যদি দেখেন, তবে কিছু করছেন না কেন?”—এই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর