তবে দ্রুতই পরিষ্কার হয়, ছবিটি একেবারেই সত্যি নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ভুয়া ছবি।
ভাইরাল ছবিটিকে ‘আবর্জনা’ বলে কড়া ভাষায় নিন্দা করেছেন জাভেদ আখতার।
তিনি আরো জানান, এই বিষয়ে ইতিমধ্যেই সাইবার পুলিশের কাছে সব তথ্য ও রিপোর্ট জমা দিয়েছেন। কারা এই ছবির পেছনে রয়েছে এবং তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা করছে, তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।