শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ার কথা বললেও, শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাহবাগে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান বিক্ষোভ সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এর আগেও দুই দফা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতার।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সেই কর্মসূচিতে অংশ নেন। 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর