শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন বিএনপির সাবেক এমপি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত হয়েছে
সংবাদ সম্মেলনে শাহ্ নুরুল কবীর শাহিন

মাঠে থাকার ঘোষণা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী শাহ নুরুল কবীর শাহিন। তিনি ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক এমপি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পাঠানো পদত্যাগপত্রের একটি কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

পদত্যাগপত্রে শাহিন উল্লেখ করেন, আমার ব্যক্তিগত অসুবিধা থাকায় আমি (শাহিন) দলের সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করলাম।

সংবাদ সম্মেলনে শাহ্ নুরুল কবীর শাহিন বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০০১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছি।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও আমি ভোটের মাঠে থাকব।আপনি আট দলীয় জোট কিংবা অন্য কোনো দল থেকে নির্বাচনে অংশ নিবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, অনেক দলেই আমাকে অফার করছে। কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আমি ভোটের মাঠে থাকব।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর সাবেক এমপি শাহিন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনে ভোটের মাঠে আলোচনায় আসেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর