শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ ৩ জন। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার এক সহসভাপতি শিমুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল ইসলাম রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি। এ ছাড়া গ্রেপ্তার আরও দুজন হলেন— উপজেলার পানানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান আলী প্রাং (৬৩) ও দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল (২৫)।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০-২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্গাপুর উপজেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযান চলমান রয়েছে। বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর